|
---|
আজাহার উদ্দিন:কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির ফলে দিন দিন লাগাতার পেট্রোপণ্য ও রান্নার গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জীর নির্দেশে খানাকুল বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে মুন্সি নজবুল করিমের নেতৃত্বে হাজারে হাজারে মানুষ আজ এই প্রতিবাদী মিছিলে পা মেলান। খানাকুল রামনগর সিনেমা হল থেকে কোলেপুকুর পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হল। মিছিলে পা মেলান হুগলি জেলা পরিষদের সদস্য মুন্সী নজিবুল করিম,পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ নূরনবী মন্ডল,যুব সভাপতি দিনেশ রানা,পঞ্চায়েত সমিতির সভাপতি দুখীরাম দোলুই, অসীম সানকী,খানাকুল এক নং ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরী, কর্মাধ্যক্ষ আলী হোসেন,।তিনি বলেন সাধারন গরীব খেটে খাওয়া মানুষ আজ নাভিশ্বাস হচ্ছে। একের পর এক দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এই মিছিল। এই প্রতিবাদ মিছিলে হাজির ছিলেন বিধানসভার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।