|
---|
নিজস্ব সংবাদদাতা : বঙ্গ গৌরব আইকন পুরস্কারে ভূষিত হলেন কাজী মোহাম্মদ রফিক। ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিল আয়োজিত আসানসোলের এক অনুষ্ঠানে বঙ্গ গৌরব আইকন ২০২৫ সম্মানে ভূষিত হলেন কাজী মোঃ রফিক। সমাজসেবামূলক কাজ ও মানবাধিকার সংগঠন পরিচালনায় সফলতা লাভ করায় এক বিরল সম্মানে সম্মানিত হলেন বর্ধমান ও জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক তথা মানবাধিকার কর্মী কাজী মোহাম্মদ রফিক। প্রায় তিন দশক ধরে রফিক সাহেব নিরন্তর ভাবে সমাজসেবামূলক কাজ করার সুবাদে ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইট সোশ্যাল কাউন্সিল কর্তৃক এই সম্মান পেলেন। সম্মাননা জানান ইন্টারন্যাশনাল ইকুটেবল হিউম্যান রাইট সোশ্যাল কাউন্সিলের আন্তর্জাতিক সম্পাদক সঞ্জয় সিনহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক কলিমুল হক। কাজী মোহাম্মদ রফিক বলেন, এই সম্মান পেয়ে আরও দায়িত্ব বেড়ে গেল। মানুষ যে যে পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন সকলে মিলে সমাজসেবার কাজে হাত বাড়ালে সমাজটা খানিকটা উন্নততর জায়গায় পৌঁছাতে পারে।