|
---|
নৈহাটি হাসপাতালে স্মার্ট ওপিডি নতুন ভবন শিলান্যা আয়ুব আলি – নতুন গতি: উত্তর ২৪ পরগনার নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডি নতুন ভবনের শিলান্যাস হল ২০ শে মার্চ ২০২৫ বৃহস্পতিবার এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক ড: সমুদ্র সেনগুপ্ত, সাংসদ পার্থ ভৌমিক,বিধায়ক সনৎ দে, পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়, বারাকপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, মামুদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকার, ডঃ অমিত দুবে সুপার নৈহাটি হাসপাতাল, এছাড়াও পৌর ও পঞ্চায়েত প্রতিনিধিবৃন্দ ও বহু জনসাধারণ।