রায়দিঘীতে মসজিদ কমিটির পরিচালনায় রক্তদান শিবির!

নুরউদ্দিন : রায়দিঘী : থ্যালাসেমিয়া ও মূর্মুর্ষ রোগীদের সহজার্থে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভার রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের ২৭ নম্বর লাট মসজিদে মরিয়ম ঈদগা প্রাঙ্গনে। জানা যায় মসজিদে মরিয়ম,মসজিদ কমিটির পরিচালনায় চতুর্থ বর্ষে পদার্পণ করেছে এই রক্তদান শিবির। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় এই রক্তদান শিবির,এই শিবিরে ১৫৪ জন রক্তদাতা রক্ত দান করেছেন। রক্তের সংকট মেটাতে মহান উদ্যোগ এই মসজিদ কমিটির। এদিন এই রক্তদান শিবির থেকে রক্তদাতাদের সম্মান জানাতে এবং তাদের কাজের স্বীকৃতিস্বরূপ, রক্তদান করার পর তাদের হাতে একটি সার্টিফিকেট প্রদান করা হয়।

    রক্তদান একটি গুরুত্বপূর্ণ কাজ, যা মানুষের জীবন বাঁচায়, রক্তদাতাদের উৎসাহিত করার জন্য এবং তাদের কাজের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়।
    রক্তদানকে আরও জনপ্রিয় করার জন্য এই ধরনের স্বীকৃতি প্রয়োজন।
    এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবযানি হালদার, উপপ্রধান বাবুর আলী বৈদ্য, মসজিদ কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা।