মোশনের উদ্যোগে বিদ্যালয়ে বৃত্তিপরীক্ষা

সেখ সামসুদ্দিন, ১০ সেপ্টেম্বরঃ প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশে যেসব সংস্থা ছাত্রছাত্রীদের নানাভাবে উৎসাহ দিয়ে চলেছে তার মধ্যে অন্যতম বর্ধমান শহরের বাদামতলা অঞ্চলের মোশন। মোশন আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে একটি সার্বিক বৃত্তিপরীক্ষার আয়োজন করে যাতে অংশ নেয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৩১২ জন ছাত্রছাত্রী। মোশনের পক্ষে সঞ্জয় লাহা জানান, এই পরীক্ষার ফল নভেম্বরে আমরা প্রকাশ করব। সবাই ই-সার্টিফিকেট পাবে। ভাল ফল করা ছাত্রছাত্রীরা পাবে মেমেন্টো, মোশনের নানা কোর্সে স্কলারশিপ, নগদ ছাড় তথা সম্পূর্ণ বিনামূল্যে কোচিংএর সুবিধে। আয়োজক শিক্ষক বাসুদেব মণ্ডল ও অনুপ দত্ত জানান, আজকের পরীক্ষা শ্রেণিভিত্তিক এবং সাধারণ বিজ্ঞান বিষয়ের ওপর, প্রশ্ন এমসিকিউ প্যাটার্নের। আশা করি, আমাদের বেশ কিছু পড়ুয়া মোশনে প্রশিক্ষণের জন্য সুযোগ পাবে। জাতীয় শিক্ষক তথা প্রধানশিক্ষক ডঃ সুভাষচন্দ্র দত্ত বলেন, শিক্ষাব্যবস্থায় অব্যাহত সরকারি প্রয়াসের সমান্তরাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলির অক্লান্ত কর্মকাণ্ড সাধুবাদের যোগ্য। মোশন জয়েন্ট, আইআইটি, নিট কোচিং দিয়ে থাকে। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কর্মসংস্থানমুখী মানসিকতা গঠনের লক্ষ্যে আজকের এই বৃত্তিপরীক্ষা।