মাঠে ঢেঁড়স তুলতে গিয়ে ও পুকুরে স্নান করতে গিয়ে সাপের ছোবলে আহত ২ ব‍্যক্তি

সেখ সামসুদ্দিন: ১১মে, পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি ১ ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগিলা গ্রামে মাঠে ঢেঁড়স তুলতে যাওয়ার গিয়ে সাপের ছোবলে আহত এক চাষী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দ্রুততার সঙ্গে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। পারিবারিক সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম নাড়ু ক্ষেত্রপাল, বয়স ৫৪ বছর, বাড়ি মেমারি থানার বাগিলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি সকালবেলা মাঠে ঢেঁড়স তুলতে যাচ্ছিলেন, এমন সময় আলের পাশে শুয়ে থাকা একটি সাপ তাকে ছোবল দিলে তিনি গুরুতর ভাবে আহত হন। ঘটনার পরেই মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। অপরদিকে পূর্ব বর্ধমান জেলার জাবুই সংলগ্ন কাস্টকুরুম্ভা এলাকায় পুকুরের জলে স্নান করতে গিয়ে সাপের ছোবলে আহত হন এক ব্যক্তি। তাকেও মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। পারিবারিক সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম সঞ্জিত মালিক, বয়স আনুমানিক ৩০ বছর, পারিবারিক সূত্রে জানা যায় তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করেন, কাজের উদ্দেশ্যে বেরোনোর জন্য পুকুরের জলে স্নান করতে যান ওই ব্যক্তি। স্নান করতে নামার সময় সাপে ছোবল দেয়। ঘটনার পরই মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।পরিবারের লোকজন। মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক পরিস্থিতি গুরুত্ব বুঝে দ্রততার সঙ্গে উভয়ের চিকিৎসার ব্যবস্থা করেন।