মাদ্রাসায় শিক্ষক নিয়োগের দাবিতে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা : মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ ও কমিশনে ডেপুটেশন প্রদান করা হয়। কর্মসূচি মূলত আরবি বিষয়ে উত্তীর্ণ হবু শিক্ষকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। বিকাশ ভবনের সামনে বিক্ষোভ সভা থেকে ৫ জনের এক প্রতিনিধি দল মাদ্রাসা সার্ভিস কমিশনের সচিব সাজ্জাদ সিদ্দিকীকে স্মারকলিপি দেন।

    স্মারকলিপি দিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান বলেন কমিশনের সচিব তাদের জানিয়েছেন সম্প্রতি গ্রহণ করা পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। কিন্তু মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু দপ্তরের সম্মতি না পাওয়ার কারণে তারা ফল প্রকাশ করতে পারছেন না। দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মাওলানা কামরুজ্জামান এবিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
    এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে আরিফুর রহমান হুমকির সুরে বলেন এক সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ করা না হলে, তারা বাধ্য হয়ে নবান্ন অভিযান করবেন।