| |
|---|

সুবিদ আলি মোল্লা: শীতের বিকালে উষ্ণ আবেদন নিয়ে এলো সৃজন সাথী শিল্পচর্চার কেন্দ্রের মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ২৬ নভেম্বর ,২০২৫ বুধবার
বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে অনুষ্ঠানে শুভ সূচনা হয় বিকাল তিনটায়। উদ্বোধনী ভাষণে সোমনাথ ঘোষ তাঁর বক্তব্যে জানান বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম সঙ্গীতের ১৫০ বছর হয়ে গেল এই গান ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক বিশেষ ভূমিকা নিয়েছিল । এই একটা মন্ত্রে লক্ষ লক্ষ দেশবাসী ইংরেজদের বিরুদ্ধে নিজেদের বুক পেতে দেন। তিনি চলচ্চিত্র জগতের প্রাণ পুরুষ ধর্মেন্দ্রর মৃত্যুতে শোক প্রস্তাব আনেন । সবাই এক মিনিট নীরবতা পালন করেন।এদিনের প্রধান অতিথি ড: পবিত্র সরকার মহাশয়কে আজীবন সাহিত্য চর্চার স্বীকৃতি ও মানপত্র প্রদান করেন সুজাতা ঘোষ। এ দিনের অনুষ্ঠানের আকর্ষণ ছিল
কবিতা,নাচ ,গান ও শ্রুতি নাটক । অনুষ্ঠানে ৬০ জন সেরা শিল্পীর মধ্যে দিনের সেরার সেরা উপস্হাপনা দিয়ে যাঁরা নিয়ে গেলেন “বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি সম্মান ‘ ২০২৫ তারা হলেন নৃত্য পরিবেশনে পায়েল চক্রবর্তী,কবিতা কোলাজে শর্মিলা গোস্বামী,অমিতা সামন্ত,শিপ্রা ভৌমিক, মালবিকা ভট্টাচার্য লিলি কুন্ডু, সবিতা দাস ,সুস্মিতা মাজি, দেবযানী চক্রবর্তী, মধুমিতা সেনগুপ্ত, তপতী ভট্টাচার্য ,শ্রুতি নাটক পরিবেশনায় সুনিপা শীল, ড: মিন্টু চক্রবর্তী, শ্রাবণী বল, মিতা চৌধুরী, বিশ্বজিৎ দাস, সুবর্ণা সাহা, প্রহ্লাদ পাল, শিউলি সাহা, রাখী চক্রবর্তী । আবৃত্তিতে সৌমি হাইত ও অসীমা সরকার।অনুষ্ঠানের অন্য শিল্পীরা হলেন দেবারতি দে ,দিলীপ কুমার মিত্র , ঝুমা মজুমদার ,চায়না কর্মকার ,পিয়াসী পুরকাইত ,মিতালী বোস দাশ, শিল্পী চন্দ ,অসীমা সরকার, পূর্ণিমা চক্রবর্তী, বিউটি ভৌমিক , শংকর কুমার রায়,পারিজাত চৌধুরী ,পদ্মা সাহা , ভাস্বতী দাস, সঞ্জয় ব্যানার্জী ,তৃষাণ ধর,রুপা ভট্টাচার্য , দিবাকর মজুমদার প্রমুখ শিল্পীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানসী রায় চট্টোপাধ্যায় , কৌশিক গাঙ্গুলি ও সুনীল বণিক। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও শিল্পীদের মেমেন্টো দিয়ে সম্মান জানানো হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন সুজাতা ঘোষ।


