|
---|
নিজস্ব সংবাদদাতা: ছোটবেলা থেকেই পাঠ্যপুস্তকে পড়ে আসছি আমরা পৃথিবীর পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটার। আমাদের সবারই মনের কোনায় একবার হলেও ইচ্ছে হয় মাউন্ট এভারেস্টে ওঠা, কিন্তু ভয়-ভীতির জন্য সেই ইচ্ছা ধামাচাপা পড়ে যায়।
পর্যটকদের সুবিধার্থে পর্বতের শিখরে যাবার সুযোগ করে দিয়েছেন গাইডরা। একটিমাত্র ট্রাকিং পথের মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে পর্বতের চূড়ায়।
সাধারনত গাইডরা আগেভাগেই পর্যটকদের সচেতন করে দেন ট্র্যাকিং করার ব্যাপারে। কারণ মাঝপথে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে বিপদ বাড়তে পারে।
তবে গাইডরা পর্বত শৃঙ্গে পৌঁছানোর জন্য ট্রাকিংয়ের ট্রেনিং শুরু করেছেন।পর্যটকরা অনায়াসে এখানে অংশগ্রহণ করতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে ট্রাকিংয়ের স্বাদ নিতে পারবেন পর্যটকরা, তার সঙ্গে স্থানীয় বাসিন্দা সমুহ শেরপাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মিলবে।