|
---|
আজিজুর রহমান, গলসি : গলসিতে একটি আলোচনা সভা করল জামিআতুল আইম্মা আল্ উলামা। এদিন তাদের সমস্ত ইমাম সদস্যরা উত্তর গলসি জামে মসজিদে মিলিত হন। মাওলানা ইমামুন মুবিন, মাওলানা ওমর ফারুক, ক্কারী মহসিন, মাওলনা, রহমত আলি জানান, আগামী ২১ শে আগস্ট কোলকাতা নেতাজি স্টেডিয়ামে বঙ্গীয় ইমাম পরিষদের ডাকে সারা পশ্চিমবাংলার ইমামদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। সেই ডাকে সাড়া দিতে গলসি ১নং, ২নং ও আউসগ্রাম ২ নং ব্লকের সকল ইমামরা একত্রিত হন। জামিআতুল আইম্মা আল্ উলামা সেক্রেটারি মাওলানা রহমত উল্লাহ বলেন এখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। তার মধ্যে সমস্ত ইমাম কি ভাবে ঐক্যবদ্ধ ভাবে থাকতে পারে এবং সমাজ কিভাবে সঠিক পথে চলতে পারে সে বিষয়ে আলোচনা হয় । এছাড়াও কোলকাতায় কিভাবে সুষ্ঠভাবে যাওয়া যায় সে ব্যাপারেও আলোচনা করা হয়।