|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: গত মার্চ মাসে করোনা আতংকের জেরে লকডাউন ঘোষণা হয় সারা দেশে। বন্ধ হয়ে যায় সারা দেশ ব্যাপী স্কুল-কলেজ, অফিস-কাচারি, সমস্ত সরকারি বেসরকারি দপ্তর। তারপর গত জুন মাস থেকে আনলক প্রক্রিয়া শুরু হয়। আস্তে আস্তে খুলতে থাকে সরকার ও বেসরকারি দপ্তর গুলি। সেপ্টেম্বর মাস থেকে যানবাহন চলাচল শুরু হতে শুরু করে। যদিও আগের মতো স্বাভাবিক ছন্দে এখনো ফেরেনি। স্কুলকলেজ এখনো খোলেনি।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবছর সরস্বতী মুর্তির অর্ডার পাওয়া যায়নি। কিভাবে চলবকিভাবে চলবে সংসার বুঝতে পারছি না। রতুয়ার এক মৃৎশিল্পী যতিন পাল জানান, এবছর, দূর্গা, কালি কিম্বা অন্যান্য প্রতিমার অর্ডার সেরকম পাওয়া যায়নি। সরস্বতীপুজার মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি সেরকম বড় প্রতিমার অর্ডার এখনো পাইনি। দেখি কি হয়। একই রকম ভাবেই রতুয়ার বিভিন্ন এলাকার মৃৎশিল্পীরা তাদের সমস্যার কথা শুনিয়েছেন। আমাদের দেশে প্রতিমা তৈরির কাজ অন্যতম প্রাচীন ব্যবসা।