|
---|
নিজস্ব সংবাদদাতা:আন্তর্জাতিক মানচিত্রতে শিলিগুড়ির গুরুত্ব বাড়তে চলেছে। আগামীকাল অর্থাৎ 6 জুলাই থেকে শিলিগুড়ি কাঠমান্ডু বাস পরিষেবা চালু হচ্ছে। আগামীকাল বিকেলে শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে কাঠমান্ডু গামী বাস পরিষেবা চালু হবে। এই পরিষেবার উদ্বোধন করবেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।
প্রসঙ্গত নেপালের উদ্দেশ্যে প্রতিদিন শিলিগুড়ি থেকে বেসরকারি বাস যাতায়াত করে। কিন্তু এই প্রথম সরকারি বাস যাতায়াত করবে, উত্তরবঙ্গ পরিবহন সংস্থা অর্থাৎ এন বি এস টি সি এর বিশেষ উদ্যোগে।
একদিকে যেরকম শিলিগুড়ি থেকে কাঠমান্ডুর উদ্যেশ্যে রওনা দেবে বাস, অপরদিকে কাঠমান্ডু থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হবে বাস। বাসগুলিতে মোট 40 টি আসন রয়েছে, যাত্রীদের সুবিধার্থে পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। মোট ৬৩০ কিলোমিটার দীর্ঘ রাস্তায় যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য বিশেষ খেয়াল রাখা হবে, এছাড়া খাবারেরও বন্দোবস্ত থাকবে।সরকারি বাস বলে ভাড়া অনেকটাই কম, মাত্র 1500 টাকার বিনিময়ে চলে যাওয়া যাবে কাঠমান্ডুতে।সপ্তাহে আপাতত শিলিগুড়ি থেকে মোট তিন দিন সোম বুধ শুক্র বাস ছাড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন যাত্রীসংখ্যা বাড়লে সপ্তাহে আরও বেশি দিন বাস চলাচল করবে। ওয়েবসাইট থেকে সহজেই বুকিং করা যাবে। এছাড়া শিলিগুড়ি, কোচবিহারের এনবিএসটিসি কার্যালয়, কলকাতার এন বি এস টি সি কার্যালয় থেকে টিকিট বুকিং এর সুযোগ মিলবে। উক্ত কর্তৃপক্ষ আশা রেখেছেন এই বাস পরিষেবা চালু হলে পর্যটক সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে।