| |
|---|

নিজস্ব প্রতিনিধি : ১০ ডিসেম্বর বুধবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও বিপ্লবী প্রফুল্ল চাকীর জন্ম দিবস পালন বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হলো শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে।
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে বিপ্লবী প্রফুল্ল চাকীর প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠান সূচিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি শিব শংকর বক্সী। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার ও রাজ্য সভাপতি চন্দ্রনাথ বসু, সংস্থার আন্তর্জাতিক সভাপতি ডঃ অপূর্ব কুমার বিশ্বাস, অভিনেত্রী সোনালি ঘোষ, বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজ, বিশিষ্ট কবি ও ডাক্তার সাবিনা ইয়াসমিন, বিশিষ্ট সাহিত্যিক ডাক্তার সিরাজুল ইসলাম ঢালী, বিশিষ্ট কবি বরুণ চক্রবর্তী, প্রফুল্ল চাকীর উত্তরসূরি সুব্রত চাকী , বিশিষ্ট আইনজীবী দেবাশীষ বিশ্বাস প্রমূখ।
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবিক সেরা বাঙালি নাগরিক সম্মান পান বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজ। তাঁকে উত্তরীয়, মানপত্র ও স্মারক এবং বই দিয়ে সংবর্ধিত করা হয়। এছাড়া পুরস্কৃত হন বিশিষ্ট কবি ডাক্তার সাবিনা ইয়াসমিন, বিশিষ্ট সাহিত্যিক ডাক্তার সিরাজুল ইসলাম ঢালী, বিশিষ্ট অভিনেত্রী সোনালী ঘোষ, বিশিষ্ট সমাজসেবী বিমান ঘোষ, বাউল শিল্পী স্বপন দত্ত, বিশিষ্ট বাচিক শিল্পী সুমিতা পাঁয়ড়া, মানব মুখোপাধ্যায় প্রমূখ। সুন্দর দরাজ কন্ঠে সংগীত পরিবেশন করেন কনিকা রায় চৌধুরী, তাপস মিস্ত্রি প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা এবং ব্যবস্থাপনায় ছিলেন শিব শঙ্কর বক্সী, চন্দ্রনাথ বসু প্রমূখ।


