কলকাতা বিশ্ব বাংলা তে হোমিওপ্যাথি ডাক্তারদের বিশাল সম্মেলন

শেখ সিরাজ,কলকাতা : গোল্ডেন জুবিলী সেলিব্রেশন অফ দ্যা HMAI.26,27 ও 28 শে ডিসেম্বর কলকাতা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় হোমিওপ্যাথি ডক্টরসদের এক বিশাল সম্মেলন। উক্ত সম্মেলনে দেশের বিভিন্ন রাজ্যের নামিদামি হোমিওপ্যাথি, বায়োকেমিক, এলোপ্যাথি, আয়ুর্বেদ ডাক্তার ও প্রফেসরদের সমাবেশ হয়। এছাড়া বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ডাক্তারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রায় ৫ হাজার ডাক্তার দের জমায়েত লক্ষ্য করা যায়। ডাঃ জয়সওয়াল, চিকিৎসক কবি সাহিত্যিক ও ক্রীড়াবিদ ডাঃ এস ইয়াসমিন (রোজলিন), প্রফেসর ডাঃ শ্যামল কুমার,প্রফেসর ডাঃ কোনার,প্রফেসর ডাঃ অনিমেষ, প্রফেসর ডাঃ কমল ,ডাঃ সাবিলা, ডাঃ সুমিতা,ডাঃ ফারাহ্ খান, প্রফেসর ডাঃ পারভিন, ডাঃ দিলীপ,ডাঃ শহীদুল্ ইসলাম, ডাঃ সাব্বির ,ডাঃ চঞ্চল কুমার দেব প্রমুখ এই অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করেন। তিন দিন ব্যাপি এই অনুষ্ঠানে থাকা এবং সকাল ন’টা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত বুফে সিস্টেম খাওয়া দাওয়া সহ সকাল সন্ধ্যার টিফিনের সুব্যবস্থা ছিল। এছাড়া ১৫ টির বেশি ওষুধ কোম্পানি বিনামূল্যে উপস্থিত সকল ডাক্তার বাবুদের ওষুধ প্রদান করেন। এছাড়াও জুয়েলারি ও বইয়ের স্টল লক্ষ্য করা যায়। অনুষ্ঠান থেকে প্রত্যেক ডাক্তার বাবুদের জন্য একটা করে ট্রলি ব্যাগ , মোমেন্টো ও সার্টিফিকেট প্রদান করা হয়। 6 নম্বর বিল্ডিং এর সাত তলায় তিন দিন ধরে সমানভাবে সেমিনার চলে এবং সমস্ত ছাত্র-ছাত্রী ও ডাক্তার বাবুদের সমারোহে এবং কলকাতা পুলিশের বিশেষ নজরদারিতে এই অনুষ্ঠানের সুষ্ঠ ভাবে পরিসমাপ্তি ঘটে।

    নতুন গতি

    News Publication