| |
|---|
নিজস্ব সংবাদদাতা : কদম্বগাছি মোড়ল পাড়া ইয়াং স্টার ক্লাব ও ইমাম অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় খেলার মাঠে।
সভায় উপস্থিত ছিলেন, সিরাতের রাজ্য সম্পাদক ও কাটিয়াহাট আল হেরা মিশনের ডাইরেক্টর আবু সিদ্দিক খান, ইমাম অর্গানাইজেশনের কোষাধ্যক্ষ ক্বারি বাহারুল ইসলাম, সহ সম্পাদক হাফেজ মোহাম্মদ হুজ্জাতুল্লাহ, বেঙ্গল মাইনরিটি ফোরমের সভাপতি বিশিষ্ট আইনজীবী সেখ মইনুল হক, হাফেজ নিজামুদ্দিন, স্থানীয় ইমাম মহম্মদ জাফফার, ক্লাবের সেক্রেটারি আবিদ হোসেন, সভাপতি মোহিত মন্ডল, কোষাধ্যক্ষ আসাদুল মোড়ল, উপদেষ্টা নাসিম উদ্দিন মোল্লা, গেম সেক্রেটারি শাহাবুদ্দিন মোল্লা প্রমুখ।
সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, পবিত্র কোরআন শরিফ, শুধু মুসলমান সম্প্রদায়ের ধর্মগ্রন্থ নয়, গোটা মানবজাতির হেদায়াতের গ্রন্থ। পক্ষান্তরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ নির্দিষ্ট কোন সম্প্রদায়ের নবী ছিলেন না বরং গোটা মানবজাতির নবী তথা মানবতার মুর্ত প্রতিক ছিলেন। দুঃখের বিষয় এক শ্রেণীর মানুষ, পবিত্র কোরআন ও নবী মুহাম্মদ সাঃ কে নিয়ে যে কটুক্তি করে নিজেদের মূর্খতার পরিচয় দিচ্ছে এবং মুসলিম ভাবাবেগে আঘাত করছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন রয়েছে। কোন মানব হত্যা কাম্য নয়। কারী বাহারুল ইসলাম সাহেব অভিযোগ করেন, সম্প্রতি বিজেপির বিধায়ক শ্রী অসীম সরকার পবিত্র কোরআন শরীফের আয়াত নিয়ে ভুল মন্তব্য ও ভুল ব্যাখ্যা করেছে, যা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। তাই উক্ত ঘটনাকে কেন্দ্র করে ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে ও ইমাম সংগঠনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো হয়। ক্লাবের সেক্রেটারী বলেন, পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে কোনো রকম ভুল মন্তব্য বা বিভ্রান্তিকর ব্যাখ্যা সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে। তাদের দাবি, এই ধরনের মন্তব্যের জন্য অসীম সরকারের যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়।
এই প্রতিবাদ সভায় আইনজীবী সেখ মইনুল হক বলেন, প্রশাসনের আরো সজাগ দৃষ্টি রাখতে হবে কেউ যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে না পারে, শান্তি সৌহার্দ ভ্রাতৃত্ব ও নিরাপত্তার রক্ষার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। সভাটি পরিচালনা করেন বামনপুকুর কলেজের অধ্যাপক হাফেজ নাসির উদ্দিন।


