হেলিকপ্টার বিভ্রাট, বিলম্বিত অভিষেকের সভা: নেপথ্যে বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ

 

     

    খান আরশাদ, বীরভূম:
    তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরকে কেন্দ্র করে মঙ্গলবার তৈরি হল তীব্র প্রশাসনিক জটিলতা। হেলিকপ্টার ওড়ার অনুমতি মেলা নিয়ে দীর্ঘ টালবাহানার জেরে নির্ধারিত সময়ে সভাস্থলে পৌঁছাতে পারেননি তিনি, যা নিয়ে দিনভর সরগরম ছিল রাজ্য রাজনীতি।
    তৃণমূল নেতৃত্বের সরাসরি অভিযোগ, রাজ্যজুড়ে চলা ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচির সাফল্যে ভীত হয়ে বিজেপি পরিকল্পিতভাবে এই বাধা সৃষ্টি করেছে। তাদের দাবি, ডিজিসিএ (DGCA)-র ওপর প্রভাব খাটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার উড্ডয়নে ইচ্ছাকৃতভাবে বিলম্ব ঘটানো হয়েছে। যদিও সমস্ত প্রতিকূলতা কাটিয়ে শেষ পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের দপ্তরের সহযোগিতায় বিকল্প হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় এবং অভিষেক বীরভূমে পৌঁছান।
    উড্ডয়নের ছাড়পত্র না মেলায় দীর্ঘক্ষণ আটকে থাকে অভিষেকের হেলিকপ্টার।
    অবশেষে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। আইনি ও প্রশাসনিক জটিলতা এড়াতে ঝাড়খণ্ড সরকারের থেকে ভাড়ায় নেওয়া হেলিকপ্টারে করে গন্তব্যে রওনা দেন তিনি।
    তৃণমূলের পক্ষ থেকে একে ‘গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ’ বলে অভিহিত করা হয়েছে।
    এদিন রামপুরহাটের বিনোদপুর মাঠে আয়োজিত অভিষেকের জনসভায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সভামঞ্চে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রনাথ সিংহের মতো জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এছাড়াও ছিলেন শতাব্দী রায় ও অসিত মালের মতো সাংসদ ও বিধায়করা। প্রশাসনিক বাধার পাহাড় ডিঙিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বীরভূম সফর তৃণমূল কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনার সৃষ্টি করেছে।

    নতুন গতি

    News Publication