জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস এ ট্যাবলো সহ পথসভা ইন্দাসে

আর এ মণ্ডল (ইন্দাস বাঁকুড়া) : “পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ” এর শাখা সংগঠন ‘ইন্দাস ব্লক বিজ্ঞান মঞ্চ’ এর উদ্যোগে ২০ আগস্ট ইন্দাস থানার কয়েকটি গ্রামে জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস উপলক্ষে ট্যাবলো প্রচারের মাধ্যমে অনুষ্ঠিত হলো পথসভা। সচেতনতামূলক ভ্রাম্যমান ট্যাবলো সহ অন্ধ-গোঁড়ামি, কুসংস্কার ও ভ্রান্ত মতবাদ ইত্যাদি অসামাজিক, অমানবিক ও অবৈজ্ঞানিক বিষয়ের উপর বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী শিব প্রসাদ চৌধুরী, সংগঠনের ব্লক নেতৃত্বের প্রাক্তন প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার, মনসুর আলী, সুভাষ চন্দ্র বসু ও নাফিসা।
জনাব মনসুর ও শিব প্রসাদ চৌধুরী মহাশয় জানান যে, আজকের দিনে সমাজসেবক কুপ্রথা, অন্ধ কুসংস্কার দূরীকরণে নিবেদিত প্রাণ ডাক্তার নরেন্দ্র অচ্যুত দাভেলকার দুষ্কৃতীদের হামলায় নিহত হন। তাঁর মৃত্যুর দিনকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপনও করার সাথে সাথে করোনা ভাইরাস বিষয়েও সচেতন হওয়ার কথা জানান। ইন্দাস,সাহসপুর,বামনিয়া ও শেষে রোল গ্রামে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়। সাধারণ মানুষের সমাবেশে যথেষ্ট আগ্রহ ও উৎসাহ দেখা যায়।