আবারো বড় সাফল্য হুগলি গ্রামীণ জেলা পুলিশের চন্ডীতলা থানার।

সেখ আব্দুল আজিম,চন্ডীতলা : আবারো বড় সাফল্য হুগলি গ্রামীণ জেলা পুলিশের চন্ডীতলা থানার। গত বৃহস্পতিবার দুপুরে হুগলির চন্ডীতলা থানা এলাকার বনমালীপুরের একটি মন্দিরে খিচুড়ি ভোগ খেতে গিয়ে নিখোঁজ হয় ঝাড়খন্ড থেকে বনমালীপুরের DKBF ঈট ভাটাই কর্মরত পরিযায়ী শ্রমিকদের ছটি বাচ্চা। এরপর শুক্রবার সকালে চন্ডীতলা থানায় ফোন মারফৎ একটি অভিযোগ এলে অতি দ্রুত চন্ডীতলা থানা তিনটি টিম গঠন করে বাচ্চাগুলির তল্লাশি শুরু করে। মাত্র ২ ঘন্টার মধ্যেই চন্ডীতলা থানা নিশ্চিন্দ খানা এলাকা থেকে ওই ছয়টি বাচ্চাকে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর বাচ্চাগুলি খিচুড়ি খেতে যাওয়ার পরে পথভ্রষ্ট হয়ে নিশ্চিন্দ থানা এলাকায় চলে যায় কোন বাস বা ট্রেন পথ ধরে। গতকাল সন্ধ্যায় বাচ্চাগুলিকে তাদের বাবা মার হাতে ফিরিয়ে দেয় হুগলি গ্রামীন পুলিশের চন্ডীতলা থানা। অন্যান্য রাজ্যে এই বাংলার পরিযায় শ্রমিকরা প্রতিনিয়ত যখন হেনস্থার শিকার হচ্ছে ঠিক সেই জায়গায় এই রাজ্যে কর্মরত ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব রকম সাহায্য এবং সহযোগিতা পাচ্ছে সতন্ত্রভাবে। এমনই একটি নজির স্থাপন করলো চন্ডীতলা থানা।