আবৃত্তির মাধ্যমে নেতাজির জন্মজয়ন্তী পালন ত্রিবেণীতে

শেখ সিরাজ : সারাদিন আবৃত্তির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করল ত্রিবেণির একটি বেসরকারি ইংরাজি মাধ্যম মিশন স্কুল। এদিন নেতাজির গলায় মালা দিয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কবি অশোক মুখোপাধ্যায়। ২৩ জানুয়ারি দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় ১৫০জন শিল্পী আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতেই ছিল দেশাত্মবোধক কিছু নৃত্য ।

    শ্রীমুখোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন নেতাজি সম্পর্কে মানুষকে এখনো ভুল বোঝানো হচ্ছে । বাঙালিদের চেয়েও নেতাজি পঞ্জাবে অনেক বেশি শ্রদ্ধেয় এবং আদরণীয়। পাশাপাশি তিনি বলেন নেতাজির জন্য গোটা একটি দিন শুধুমাত্র আবৃত্তিতেই সীমাবদ্ধ থাকতে পারে তা ত্রিবেণীতেই বুঝি দেখা গেল। আমি ক আবৃত্তিশিল্পী তপন ভট্টাচার্য জানান এই ধরণের অনুষ্ঠান সচরাচর দেখা যায় না । স্কুলের অধ্যক্ষ রতনকৃষ্ণ বসু প্রত্যেক শিল্পীকেই এদিন অভিনন্দন জানিয়েছেন। শ্রাবণী শী,সোমা মিত্র,সায়ন্তনী নাথ, সুস্মিতা নন্দন,অন্তরা অধিকারি, বিয়াস ভট্টাচার্য, সঞ্জীবনী চক্রবর্তী, আত্রেয়ী ব্যানার্জি, নির্ণয় হোর,সম্ভাবী দেবনাথ,পঞ্চতপা পাল প্রমুখদের নৃত্য পরিচালনা এবং আবৃত্তি উপস্থাপনা সাধারণ মানুষের নজর কেড়েছে।