আমার পাড়া আমার সমাধান’ পৌর এলাকায়

সেখ সামসুদ্দিন, ২১ আগস্টঃ মেমারি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ২০৩ ও ২০৪ নম্বর বুথের মানুষদের নিয়ে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি খাঁড়ো কুঁয়াতলায় দুর্গা মন্দির প্রাঙ্গণে করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সর্বজিৎ তামাং, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলার তাপস পাঁজা, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবরাজ ব্যানার্জী সহ পৌর অফিসার ও বিভিন্ন বিভাগীয় আধিকারিকবৃন্দ। এখানে মানুষের সমস্যার কথা শুনে অগ্রাধিকারের ভিত্তিতে তালিকা করে বুথ ভিত্তিক ১০ লক্ষ টাকার কর্মসূচি নির্ধারিত করা হয়। একই সঙ্গে দুয়ারে সরকারের পরিষেবা দেওয়া হয়। সেখানে লক্ষী ভান্ডার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্পগুলির সুবিধা নিতে বহু মানুষ উপস্থিত হন।