|
---|
আয়ুব আলি উত্তর ২৪ পরগনা : গতকাল উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গা থানার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত এ শশীপুর গ্রামের সিভিক ভলান্টিয়ার (৩৪) বাড়িতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বাবার ঘরে বাল্ব লাগানোর সময় ইলেকট্রিকের শক খেয়ে আহত হন। প্রথমে আমডাঙ্গায় গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করলে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন, রাস্তাতেই তার মৃত্যু হয়েছে বলে জানান। মৃত গিয়াসউদ্দিন সাহজি আমডাঙ্গা গ্রামীন হাসপাতালে কর্মরত ছিলেন।