আন্ত: বিদ্যালয় বিজ্ঞান মেলা ও প্রদর্শনী

এম ওয়াহেদুর রহমান, রতুয়া, মালদহ : অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স এসোসিয়েশন ( আইটা )র মালদহ জেলা শাখার উদ্যোগে রতুয়া ১ নং ব্লকের অন্তর্গত ভাদো বি এস বি হাই স্কুল ( উ. মা ) এর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একটি আন্ত: বিদ্যালয় বিজ্ঞান মেলা ও প্রদর্শনী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই প্রদর্শনী মেলার শুভ সূচনা করেন বিশিষ্ট শিক্ষক খাদিমুল ইসলাম। ‘ শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজন বিজ্ঞানমনস্কতা ‘ শীর্ষক আলোচনা সভায় অংশ গ্ৰহন করেন কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড.নজিবুর রহমান, সামসি কলেজের অধ্যক্ষ ড. সলিল মুখার্জি, প্রাবন্ধিক এম ওয়াহেদুর রহমান, বিশিষ্ট শিক্ষক মোহা:রফিকুল ইসলাম , অধ্যাপক ড. হাবিব মাসুম প্রমুখ। এই বিজ্ঞান মেলা ও প্রদর্শনীতে মালদহ জেলার চল্লিশটি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ গ্ৰহন করেন। অংশ গ্ৰহন কারি ছাত্র সাগির আহম্মেদ ও মোহাম্মদ নুরুজ্জামান বলেন , আমরা বিজ্ঞান মেলায় অংশ গ্ৰহন করতে পেরে খুব গর্বিত, এটা আমাদের শিক্ষা জীবনের চলার পথে পাথেয় হয়ে থাকবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স এসোসিয়েশনের রাজ্য সভাপতি মাহবুবুল হক, গাজোল মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ড. শামসুল হক, মালদহ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক, অধ্যাপক ড. আব্দুল্লাহ বিন রহমান প্রমুখ। অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স এসোসিয়েশনের মালদহ জেলা শাখার সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, আমি আমার সংগঠনের সদস্যদের এবং মালদহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় আমরা আজকে এই বিজ্ঞান মেলা ও প্রদর্শনী করতে সক্ষম হয়েছি। আশা করি আগামী দিনে আরো বৃহত্তর বিজ্ঞান মেলা ও প্রদর্শনী করবো, যেন শিক্ষার্থীরা শিক্ষার সাথে সাথেই সৃজনশীলতায় উদ্যোগী হতে পারে। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক মোঃ সাহাবুদ্দিন ও মোঃ হুমায়ুন।