বাঙালি ও বাঙালিয়ানা পরিবারের বইয়ের মোড়ক উন্মোচন বইমেলায়।

লুতুব আলি, নতুন গতি: বাঙালি ও বাঙালিয়ানা পরিবারের বইয়ের মোড়ক উন্মোচন বইমেলায়। উত্তরবঙ্গের বিশিষ্ট সাহিত্যিক সমীর মুখার্জির ব্যবস্থাপনায় বাঙালি ও বাঙালিয়ানা পরিবারের বইয়ের মোড়ক উন্মোচন হল আন্তর্জাতিক বইমেলায়। কলকাতা আন্তর্জাতিক বইমেলার ১১৪ ও ১১৫ নম্বর স্টলে সামনে চক্রবর্তী এন্ড সন্স ও শব্দ গুচ্ছ প্রকাশনী মুক্ত প্রাঙ্গনে খোলা আকাশের নিচে এক মনোরম সাহিত্য অনুষ্ঠানের হয়ে রইল অনেক বইপ্রেমীদের কাছে। এই অনুষ্ঠানে চারটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়। এছাড়া কোন সমীর মুখার্জির মাধ্যমে অপর দুইটি দুই লেখকের বই এর মোড়ক উন্মোচিত হয়। প্রথম সংস্করণের হিন্দি অনুবাদ। অনুবাদক মুম্বাই এর বিশিষ্ট সন্ত মহারাজ ঝন্টু কুমার মজুমদার। ১৭ জন কোভিদ বারটি করে কবিতা নিয়ে দ্বিতীয় সংকলন: প্রফেসর সামিউল ইসলামের অপেক্ষার প্রহর ও বিশিষ্ট শিক্ষক মাঞ্জিরুল ইসলামের জীবন সংগ্রাম এই চারখানি বইয়ের মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে নার্সিং শিক্ষিকা পম্পা হালদারের মাতৃরূপন ও সমস্থিতা বইয়ের মোড়ক উন্মোচন করেন সমীর মুখার্জি। উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি ও শিক্ষক সাধন কুমার হালদার। রাজ্য সরকার কর্তৃক পুরস্কৃত মৌলিক গায়ক রণজিৎ ভট্টাচার্য রঞ্জন, কোচবিহারের অমল দাস, স্বপন কুমার সরকার, উত্তর দিনাজপুর জেলার ডালখোলার বিশিষ্ট শিক্ষিকা ও কবি নন্দা ব্যানার্জি চক্রবর্তী, পম্পা হালদার, পম্পা বিশ্বাস, সিতাংশু ভট্টাচার্য, নির্মাল্য মুখোপাধ্যায়, সুশান্ত দাশগুপ্ত, তনুশ্রী বসু পাত্র, বিশিষ্ট বাচিক শিল্পী সোমা মজুমদার, সংগীত শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য, কলকাতা চ্যাটার্জির হাটের দিলীপ চক্রবর্তী, শিলিগুড়ির কৃষ্ণেন্দু দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিলেন নদীয়া জেলার বিশিষ্ট বাচিক শিল্পী ও সঞ্চালক প্রদীপ কুমার দে। অনুষ্ঠানে ৫০ জন কে বাঙালি ও বাঙালিয়ানার পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।