|
---|
নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়া জেলার রানিবাঁধ থানার প্রত্যন্ত জাননেজা গ্রামের তরুণ দিনমজুর বিপ্লব সিং। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ যুবক দু’বছর পূর্বে (৫ অক্টোবর ২০২৩) মানুষকে সামাজিক বার্তা দিতে পায়ে হেঁটে ভারত যাত্রার মতো কঠিন অভিযানে অগ্রসর হন । ২৯ টি রাজ্য অতিক্রম করে তিনি কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সমাজ বান্ধব বার্তা । বিপ্লব মানসিকতার বিপ্লব মানুষকে বলছেন, বৃক্ষরোপণ করুন, গাছ কাটা বন্ধ করুন, গাছের যত্ন করুন, জল অপচয় করবেন না, সেফ ড্রাইভ সেফ লাইফ মেনে চলুন, বাল্য বিবাহ প্রতিরোধ করুন, ধূমপান ও মদ্যপান বর্জন করুন, মোবাইল আসক্তি থেকে দূরে থাকুন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না, সন্তানকে খেলার মাঠে পাঠান, তাদের মানুষ হওয়ার পাঠ দিন ইত্যাদি।
ভারত যাত্রায় বিপ্লব সিং কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, নাগাল্যান্ড থেকে সমস্ত রাজ্য অতিক্রম করে তারকেশ্বরে তাঁর যাত্রা শেষ করে পূজোর আগেই ফিরবেন বাড়ি। আজ মেমারি-তারকেশ্বর রোডে যাবার পথে তাঁকে সংবর্ধনা জানান বিশিষ্ট সমাজসেবী, ড্রিম স্টার ফুটবল একাডেমীর কর্ণধার সেখ সবুরউদ্দিন (বাপি)। তিনি বিপ্লব সিংয়ের সঙ্গে একাডেমীর খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেন। এবং তাঁর এই উচ্চ মানসিকতার ভূয়সী প্রশংসা করে, সাফল্য কামনা করেন । একাডেমীর পক্ষ থেকে বিপ্লব সিংয়ের হাতে কিছু সামগ্রী তুলে দেওয়া হয়। বিপ্লব সিং জানান, তাঁর খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা করে চলেছেন সাধারণ মানুষই। কখনো এগিয়ে দিচ্ছেন তাঁরা।
পরিবেশ রক্ষার বার্তা দিতে ভারতের বহু মানুষ সাইকেলে বা হেঁটে ভারত যাত্রায় বের হন। কর্ণাটকের মাইশোরের বাসিন্দা যোগা শিক্ষক কৃষ্ণ নায়ক ইতিমধ্যে আটটি রাজ্য পার করে এখন তিনি রাস্তায় আছেন। মানুষকে সচেতন করার এই মহৎ প্রয়াস চলতে থাকবে। বিপ্লব সিং আবারও ফিরে যাবেন তাঁর জাননেজা গ্রামে। ফিরে যাবেন দিনমজুরের কাজে। কিন্তু তিনি যে উচ্চ মানসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন মেমারির মাটিতে, তা কি এই শহরের মানুষকে কিছুটা সংযত করবে? প্রশ্নটা পড়ে রইল, বিপ্লব সিংয়ের ফেলে যাওয়া রাস্তার মতোই !