|
---|
মইদুল খান নতুন গতি মথুরাপুরঃমথুরাপুর কংগ্রেসের কর্মীসভায় উপস্তিত ছিলেন ওবিসি সেলের চেয়ারম্যান প্রধান বক্তা ডাঃ মায়া ঘোষ,কার্য্যকরী সভাপতি,দক্ষিন ২৪ পরগনার জেলা কংগ্রেসের বিশিষ্ট বক্ত কৃত্তিবাস সর্দ্দার,জেলা ওবিসি সেলের চেয়ারম্যান হাকিম হালদার ও সাধারন সম্পাদক বিজন পাত্র।বাংলায় সাম্প্রদায়িক দলকে রুকতে আগামি ২০২১ বিধানসভা ইলেকশানকে লক্ষ রেখে মথুরাপুর কেন্দে এক বিশাল কর্মীসভার আয়োজন করে জেলা কংগ্রেস।জেলা কংগ্রেস আরো শক্তিশালি করতে বুতস্তরে সাধারন মানুষে কাছে কি ভাবে কাজ করা যায় আজ তারই কর্মীসভা হয়।