বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের ব্লক কমিটি গঠন

আর এ মণ্ডল : বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকেে দ্বারিকা জামে মসজিদ প্রাঙ্গণে ৬ ই অক্টোবর বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের এক বিশেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হলো। উক্ত সভায় বিষ্ণুপুর,জয়পুর ও কোতুলপুর ব্লকের নতুন কমিটি নির্বাচিত হয়।
সভায় বিশিষ্ট জনদের মধ্যে ছিলেন সোনামুখী ব্লক ইমাম মুয়াজ্জিন সংগঠনের সম্পাদক হাফেজ আশরাফ সাহেব,পাত্রসায়ের ব্লক সংগঠনের সম্পাদক ক্বারী মুহিব্বুল্লাহ, বাঁকুড়া -১,২ ও ছাতনা এই তিনটি ব্লক সংগঠনের জনৈক সম্পাদক মাওলানা আসাদুল হক, ওন্দা ব্লকের সম্পাদক মাওলানা মঈনুদ্দিন প্রমুখ। এছাড়াও ছিলেন দুবরাজপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আহসানুল্লাহ ও মাওলানা শাকির সাহেব এবং বিশিষ্ট বক্তা মুফতি মুফিজুর রহমান সাহেব, কুম্ভস্থল মাজাহির উলুমের সম্পাদক হাজী মোমেজ্জাদ সাহেব প্রমুখ।
সভাটির আয়োজন ব্যবস্থাপনায় ছিলেন দ্বারীকা জামে মসজিদের ইমাম মাওলানা নিসার।
ইমাম মুয়াজ্জিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে, ইমাম ও উলামাদের সমস্যার সমাধান, এবং ধর্মীয় কাজকর্ম সহ সমাজের বৃহত্তর স্বার্থে কাজ করবে এই সংগঠন। আগামী ৩ রা নভেম্বর ২০২৪ তারিখ পাত্রসায়ের ময়রাপুকুর মাদরাসায় রাজ্যের বিশিষ্ট উলামায়ে কেরাম ও ইমাম প্রতিনিধিদের উপস্থিতিতে সংগঠনের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।দোওয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয়।