বন্যা পরিস্থিতি বঙ্গে

সুবিদ আলি মোল্লা, নতুন গতি : অবিরাম বৃষ্টিপাতের ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে হাওড়া হুগলির দামোদর তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। পাশাপাশি ডিভিসি থেকে জল ছাড়ার ফলে পরিস্থিতি অনেক জায়গায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অন্য জেলার পাশাপাশি উত্তর ২৪ পরগনার যমুনা ও ইছামতি সংলগ্ন বিভিন্ন এলাকা ইতোমধ্যে জলমগ্ন হয়েছে। বিঘার পর বিঘা জমি শস্য নষ্ট হয়ে যাওয়ায় চাষীদের মাথায় হাত। একই সঙ্গে বিভিন্ন সবজির বাজারে অগ্নি মূল্য, যা সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। জল জমে যাওয়ায় অনেক স্কুল বন্ধ রাখতে হচ্ছে। নিচু এলাকার মানুষের উঠোন ও ঘরের মধ্যে জল ঢুকছে। যারা মাছ চাষ করেন ইতোমধ্যে পুকুর ভেসে গিয়ে জল মাঠে,রাস্তায় উঠেছে।ভেসে গেছে মাছ। রীতিমতো জল যন্ত্রণার মধ্যে মানুষের জীবন। বহু জায়গায় মানুষ জলবন্দী হয়ে আছেন, বাইরে বেরোতে পারছে না। বৃষ্টি এইভাবে চলতে থাকলে রীতিমত বন্যার পরিস্থিতি দেখা দেবে। বাদুড়িয়া থানার অন্তর্গত চাতরা গ্রাম পঞ্চায়েতের ঘোষপুর, সলুয়া,রসুই ও পাপিলা গ্রামের অবস্থা খুবই শোচনীয় ।সেখানে মানুষের চলাচলের প্রধান রাস্তা জলমগ্ন। সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা রীতিমতো ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করছে।