| |
|---|
সেখ মনোয়ার হোসেন, বর্ধমান : ১৯ অক্টোবর ২০২৫, বর্ধমান শহরে সর্ব প্রথম মহিলা ম্যারাথন দৌড়ের আয়োজন করে ” আজকের আরশিনগর ” নামক একটি সামাজিক সংস্থা , সহযোগিতা করে বর্ধমান জেলা রাইস মিল এসোসিয়েশন। বর্ধমান শহরের উপকন্ঠে উল্লাস উপনগরী থেকে ম্যারাথন দৌড় শুরু হয় ও শেষ হয় বর্ধমান পৌর বিদ্যালয়ে,অংশ গ্রহণ করেন সারা পশ্চিম বাংলার বিভিন্ন জেলা থেকে আগত ১৪ ঊর্ধ ৮২জন যুবতী মহিলা, ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অর্জন করে শম্পা গাইন, দ্বিতীয় স্থান অর্জন করে জয়শ্রী দাস, তৃতীয় স্থান অর্জন করে পুষ্প রানী মাহাতো।
ম্যারাথন দৌড়ের শেষে বর্ধমান পৌর বিদ্যালয়ে ” মিলখা সিং মঞ্চ” থেকে ম্যারাথন দৌড়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ সকল প্রতিযোগি কে পুরস্কার, মেডেল,মনপত্র ,প্রদান করা হয়। প্রথম স্থান অধিকারী শম্পা গাইন কে পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক মহাশয়া আয়েশা রানী এ (আইএএস) নগদ ২০ হাজার টাকা,মানপত্র, মেডেল প্রদান করে সংবর্ধিত করেন , তার বক্তব্যে তিনি মহিলাদের আরো অগ্রণী ভূমিকা পালন করার জন্য উদ্বুদ্ধ করেন l দ্বিতীয় স্থান অধিকারী জয়শ্রী দাস কে পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ন দাস(আইএএস ) মহাশয় নগদ ১০ হজার টাকা মানপত্র, মেডেল প্রদান করে সংবর্ধিত করেন। তৃতীয় স্থান অধিকারী পুষ্প রানী মাহাতো কে পূর্ব বর্ধমান জেলার সহ সভাধিপতি মাননীয়া গার্গী লাহা নগদ ৫ হাজার টাকা মানপত্র, মেডেল প্রদান করে সংবর্ধিত করেন।
বর্ধমান শহরের ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় সাধারণ নাগরিকদের মধ্যে দারুন কৌতুহল, উদ্দীপনা ও উত্তেজনা লক্ষকরা যায়।
সমগ্র অনুষ্ঠান টি সংস্থার সাধারণ সম্পাদক পার্থ চৌধুরী, সহ সম্পাদক অপূর্ব দাস ও অন্যতম প্রধান কর্মকর্তা অরূপ লাহা সুচারু কর্ম দক্ষতায় সর্বোচ্চ শিখরে পৌঁছে দেন, বর্ধমান বাসী এই ম্যারাথন দৌড়ের সূচনা কোনদিন ভুলবেনা।
বর্ধমান শহরের বিশিষ্ট সমাজসেবী সেখ মনোয়ার হোসেন মহাশয় পুরস্কার তুলে দিচ্ছেন ৭স্থান অধিকারী সাবিনা খাতুন কে।


