| |
|---|
সুলতানা সহেলি রহমান : মুরারই বিধানসভা এলাকায় এখন আলো ছড়াচ্ছে বেস ফাউন্ডেশন। নানারকম সমাজ কল্যাণ মূলক কাজের সাথে নিজেদের যুক্ত রেখে পিরামিড উচ্চতায় পৌঁছনোর লক্ষ্যে কাজ করে এগিয়ে যেতে চাইছে সে। এমনই একটি উদ্যোগ ম্যাপ বেঙ্গল। বাংলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা যাতে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই তৈরি করতে পারেন সেই উদ্দেশ্যে ট্রেনিং পড়াশোনা ও কোচিং এর ব্যবস্থা গ্রহণ করেছে এই ফাউন্ডেশন।
অতি সম্প্রতি সংগঠিত হওয়া একটি পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কৃতি ছাত্র– ছাত্রীদের পুরস্কার, শংসাপত্র ও স্কলারশিপ প্রদান অনুষ্ঠান হয়ে গেল ভীমপুর গ্রামের দারুল ফৌজের সেমিনার হলে।
আমডোল হাই স্কুল,নন্দীগ্রাম হাই স্কুল,কলহপুর হাই মাদ্রাসা (এইচ এস), নয়াগ্রাম ওয়াই এম,হাই স্কুল ও কুসুমগাছি আর এন পাবলিক স্কুল (এইচ এস)ছাত্র ছাত্রীদের উজ্জ্বল উপস্থিতিতে সেমিনার হলে উপচে পরা ভীড়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল হোদা ইসলামিক য়ুনিভার্সিটি বেঙ্গল ক্যাম্পাসের প্রিন্সিপাল সিদ্দিক হুদাবি, ভাইস প্রিন্সিপাল তথা বেস ফাউন্ডেশনের ডিরেক্টর মহ নাফি, মুরারই ২ নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আব্দুল হক, কলহপুর হাই মাদ্রাসা (এইচ এস) র ভূগোল শিক্ষক আমিনুল ইসলাম এবং লেখক , ভ্রামণিক ও শিক্ষক মতিয়ার রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও বেস ফাউন্ডেশনের অন্যতম সেনপতি নাইরুল সেখ।


