বিশিষ্ট দুই শিক্ষক এবং বিজ্ঞান আন্দোলনের দীর্ঘদিনের কর্মীর স্মরণ সভা মেমারিতে।

নূর আহমেদ, মেমারি : ১৮ জানুয়ারি নিখিল বঙ্গ শিক্ষক সমিতি মেমারি এক আঞ্চলিক শাখা এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেমারি ১ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে দুই বিশিষ্ট শিক্ষকের স্মরণসভা মেমারি সোমেশ্বর তলার আট চালায় শুরু হল। দুই শিক্ষকের প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে স্মরণসভা কর্মসূচির সূচনা হয়। প্রয়াত শিক্ষক বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন রাজিব কেশ। অপর শিক্ষক প্রয়াত ড: সুব্রত পাঁজা স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন বৈদ্যনাথ হাঁসদা। স্মরণসভায় সভাপতিত্ব করেন শিক্ষক শশধর মিস্ত্রি।এই স্মরণ সভায় দুই শিক্ষকের স্মৃতিচারণা করেন বিশিষ্ট শিক্ষক অরিন্দম কোঙার। এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন করে স্মৃতিচারণা করেন শিক্ষক আনোয়ার আলী, ছাত্র অমিত বিশ্বাস। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষে শিক্ষক জগৎ দাস। প্রয়াত ড: সুব্রত পাঁজার ভাই প্রিয়ব্রত পাঁজা তিনিও স্মৃতিচারণা করে বক্তব‍্য রাখেন। বক্তরা বলেন, প্রয়াত এই দুই শিক্ষক জীবনের শেষ দিন পর্যন্ত ছাত্রদের শিক্ষাদানে রত ছিলেন। বিজ্ঞানমনস্ক এই দুই শিক্ষক ছাত্রদের মাঝে বিজ্ঞান চেতনা কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে সদা সচেষ্ট ছিলেন। শিক্ষাকে কিভাবে প্রসারিত করা যাবে এবং ছাত্রদের মধ্যে আরও বেশি করে উপলব্ধি করানো যাবে সে বিষয়ে তারা যথেষ্ট যত্নবান ছিলেন।এই স্মরণ সভায় যারা উপস্থিত আছেন তাদের এবং প্রয়াত দুই শিক্ষকের পরিবারের সকলকে আমরা সমবেদনা জানাচ্ছি। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন মেমারির দুটি ব্লকের ২০ টি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং দুই পরিবারের স্ত্রী, ছেলে ভায়েরা উপস্থিত ছিলেন এবং বহু প্রবীণ প্রবীণা এই স্মরণ সভায় অংশগ্রহণ করেন। মঞ্চে ছিলেন, কিশোর বিশ্বাস, সন্ধ‍্যা ভট্টাচার্য, বিশ্বনাথ বিষয়ী প্রমুখ।