|
---|
সেখ সামসুদ্দিন, ৮ জুনঃ অল আদিবাসী ইউনাইটেড ফোরমের অধীনস্থ ২৫ টি সংগঠন ও ৪২ টি সম্প্রদায়ের ঐক্যবদ্ধ জিটি রোড অবরোধ। কুর্মী সম্প্রদায়কে এসটি অন্তর্ভুক্ত করা যাবে না, মূলত এই দাবিতেই সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা চলছে পথ অবরোধ। মেমারি শহরের চেকপোষ্ট এলাকায় জি টি রোডে অবরোধ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার্থে উপস্থিত আছে মেমারি থানার পুলিশ প্রশাসন। উপস্থিত ছিলেন বিশ্ব আদিবাসী দিবস উদযাপন কমিটির মহাদেব টুডু, ভূমিজ সম্প্রদায়ের জেলা প্রেসিডেন্ট বাসুদেব ভূমিজ, কোঁড়া সম্প্রদায়ের জেলা প্রেসিডেন্ট বেনু কোঁড়া, আশেকা জেলা প্রেসিডেন্ট সময় হাঁসদা, মেমারি ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম, টিডিএস সভাপতি বাপি কিস্কু সহ অন্যান্য সংগঠনের নেতৃত্ব ও সদস্যবৃন্দ। এখানে পথ অবরোধ করা হলেও এমার্জেন্সি সার্ভিস হিসাবে পুলিশ এম্বুলেন্স গ্যাস পরীক্ষার্থী ইত্যাদি গাড়িকে ছেড়ে দেওয়া হয়। যদিও পুলিশ প্রশাসন আগে থেকেই যানজট এড়াতে মেমারি শহরে ঢোকার আগেই গাড়িগুলোকে অন্য পথে ঘুরিয়ে দেয়।