মমতা সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে, বাঁকুড়ার সভা থেকে হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহার

নতুন গতি ওয়েব ডেস্ক: বাংলায় দুই তৃতীয়াংশ আসন নিয়ে পরবর্তী সরকার গড়বে বিজেপিই। বাঁকুড়ার সভা থেকে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। ক্ষমতায় এলে কর্মসংস্থান বাড়ানোই হবে বিজেপি সরকারের মূল লক্ষ্য।’’

     

     

    বৃহস্পতিবার বেলা ১১.৩০ নাগাদ আকাশপথে বাঁকুড়ায় পৌঁছান অমিত শাহ। এরপরই সরাসরি চলে যান পুয়াবাগান এলাকায় বিরসা মুণ্ডার মূর্তির পাদদেশে। সেখানে তাঁকে পুস্পবৃষ্টি ও শঙ্খধ্বনির মাধ্যমে স্বাগত জানান বিজেপি কর্মী-সমর্থকরা। পাশেই তখন ধামসা-মাদলের তালে চলছে আদিবাসী নৃত্যের আসর। এই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষরাও রয়েছেন।

     

     

    তিনি মালদ্যান করেন বিরসা মুণ্ডার মূর্তিতে। সেখানে তিনি বলেন, ‘বিরসা মুণ্ডাকে শ্রদ্ধা জানিয়ে বাংলা সফর শুরু করলাম। গতকাল রাত থেকে বাংলার যেখানে যেখানে ছিলাম সব জায়গায় মানুষের উৎসাহ দেখেছি। প্রচুর অভ্যর্থনা পেয়েছি। এটা থেকেই স্পষ্ট বোঝা যায়, মমতা সরকারের বিরুদ্ধে মানুষের সাংঘাতিক আক্রোশ তৈরি হয়েছে। আর নরেন্দ্র মোদির প্রতি তৈরি হয়েছে আশা ও শ্রদ্ধা।