|
---|
খয়রাশোলের নবসন গ্রামে যুবককে খুনের অভিযোগ
খান আরশাদ,বীরভূম : বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার অন্তর্গত নবসন গ্রামের ২৭বছর বয়সী এক যুবককে খুনের অভিযোগ করল তার পরিবার। মৃতের পরিবার সূত্রে জানা গেছে নবশন গ্রামের যুবক রাজু বাগদি রাত সাড়ে আটটা নাগাদ শৌচকর্মের জন্য গ্রামের একটি পুকুর দিকে যান। সেখান থেকে ফেরার পথে রাত প্রায় নটা নাগাদ কেউ বা কারা রাজু বাগদিকে পিছন দিক থেকে সজোরে আঘাত করে খুন করে। মৃতের পরিবারের দাবি লাঠি বা ওই জাতীয় কোন বস্তু নিয়ে পিছন দিক থেকে তাকে আঘাত করে মেরে ফেলা হয়েছে। তার কানের কাছে ক্ষতচিহ্ন দেখা গেছে এবং রক্ত গড়িয়ে যেতে দেখা গেছে। পরিবারের লোকজনের দাবি খুন করা হয়েছে রাজু বাগদীকে। ঘটনার পরে স্থানীয়রা রাজু বাগদিকে নাগরাকন্দা হাসপাতলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । কাঁকরতলা থানা পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।