|
---|
শূন্যপদ: মোট শূন্যপদ ১৬,৫০০টি। সংরক্ষিত প্রার্থীদের রাজ্যের নিয়ম অনুযায়ী শূন্যপদ সংরক্ষিত আছে। মোট শূন্যপদের ১০% পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত।
প্রাথমিক শিক্ষক শূন্যপদে আবেদন করার ওয়েবসাইট:http://www.wbbpe.org
এবং http://wbbprimaryeducation.org
সময়সীমা: ২৩.১২.২০২০ থেকে ০৬.০১.২০২১ এর মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের ফি:
আবেদন ফি হিসাবে ২০০ টাকা জমা করতে হবে। (এসসি / এসটি / পিএইচের জন্য ৫০ / – টাকা)।
বেতনক্রম : বেসিক পে – ২৮৯০০ টাকা সঙ্গে DA ও HRA -১২% ও মেডিক্যাল আলাউন্স(MA)।
যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে। ০১.০১.২০ হিসেবে নূন্যতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর। সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
ডিএড বা বিএড পাস হতে হবে। যারা B.ed/D.ed Pursuing হিসেবে এর আগে ফর্ম পূরণ করেছিলেন, তাদের ২৩/১২/২০২০ তারিখের মধ্যে বিএড/ডিএড পাশ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা/কাস্ট সার্টিফিকেট ইত্যাদি ২৩/১২/২০২০ তারিখ পর্যন্ত বিবেচিত করা হবে।
পশ্চিমবঙ্গ বোর্ড কর্তৃক গৃহীত শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) ২০১৪ সালে পাস থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিশেষ নোটগুলো হলো- যে মাধ্যমের জন্য আবেদন করবেন সেই মাধ্যম বা ভাষাকে উচ্চমাধ্যমিকে বা সমতুল্য পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে পড়ে থাকতে হবে। যদি কেউ সাঁওতালি মাধ্যমে আবেদন করে তাহলে তাকে শুধু মাত্র সেই ভাষা পড়তে,বলতে বা লিখতে জানতে হবে। এক্ষেত্রে উচ্চমাধ্যমিকে বা সমতুল্য পরীক্ষায় সাঁওতালি ভাষা না পড়লেও চলবে।
উচ্চমাধ্যমিক পশ্চিমবঙ্গ ছাড়া বাইরে থেকে পাশ করলেও চলবে৷ তবে সেই বোর্ড বা কাউন্সিল কেন্দ্রীয় সরকার কিংবা সংশ্লিষ্ট রাজ্যের অনুমোদন প্রাপ্ত হতে হবে।
আবেদনকারীর মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে এবং মাধ্যমিকে গণিত ও ইংরেজি বিষয় থাকা আবশ্যিক।
বোর্ড /কাউন্সিল এর বিষয়ে সমতুল্যতার প্রসঙ্গে রাজ্য সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। মানে মাধ্যমিক/উচ্চমাধ্যমিক /ট্রেনিং এর সমতুল মানের ক্ষেত্রে।
পার্শ্ব শিক্ষক দের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত।