বিশ্ব এন জি ও দিবসে এন জি ও মেলা বর্ধমানে।

লুতুব আলি, বর্ধমান: বিশ্ব এন জি ও দিবসে এন জি ও মেলা বর্ধমানে। ২৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক এনজিও দিবস। এই দিবস উপলক্ষে বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার চারটি মহকুমায় গত এক বছর ধরে ভাল কাজ করে চলা এনজিওদের নিয়ে এদিন বর্ধমান রবীন্দ্রভবনে এক এনজিও মিলন মেলার আয়োজন করা হয়। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পরিবেশ, খেলা, যোগা, মহিলা উন্নয়ন, আদিবাসী উন্নয়ন, গ্রামোন্নয়ন, কলা ও সংস্কৃতি, অনাথ শিশুদের রক্ষণাবেক্ষণ বিভিন্ন বিষয়ে কাজ করে চলা ১৮ টি এনজিও কে অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন পুরস্কৃত করা হয় এবং এককভাবে সমাজসেবার কাজ করে চলা কিছু ব্যক্তিদের ও সম্মান প্রদর্শন করা হয়। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, এবারের থিম হল, নিচুস্তরের আন্দোলন গুলি ভবিষ্যতের স্থায়িত্ব নির্ণয়ের জন্য ভীষণ আবশ্যক তাই ছোট এনজিও গুলিকে উৎসাহ দেওয়া এবং বড় এনজিও গুলির ভাবনাকে প্রসারিত করার উদ্দেশ্যে সংস্থা তরফে এই নিয়ে পরপর দু বছর এমন অনুষ্ঠানের আয়োজন করা হলো। অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল সহ বিশিষ্ট গুণী মানুষদের উজ্জ্বল উপস্থিতি ছিল নজর কেড়েছে।