|
---|
বাবলু হাসান লস্কর : দক্ষিণ চব্বিশ পরগনা,পড়াশোনার ক্ষেত্রে রাজ্যের সমস্ত ব্লক কে পিছনে ফেলে রাজ্যের মধ্যে প্রথম হয়ে সবার মনে জায়গা করে নিল সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জের চতুর্থ শ্রেণীর ছাত্র। এই ছাত্রের গর্বে গর্বিত পাথরপ্রতিমা এলাকার মানুষজন। উল্লেখ্য ১৯৯২ সালে বর্তমানে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই বৃত্তি পরীক্ষা চালু করে করোনার জন্য দু’বছর বন্ধ থাকায় ৩০ তম বছর ২০২৪-এ রাজ্যের ১ লক্ষ ৬৮ হাজার ৩২৮ জন চতুর্থ শ্রেণীর ছাত্র এই পরীক্ষায় অংশগ্রহণ করে। তারমধ্যে পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ রবীন্দ্র বিদ্যাপীঠ এফ পি স্কুলের ছাত্র অর্ঘ্যদীপ আদক বাবা অতনু আদক ৪০০ নম্বরের মধ্যে ৩৯৭ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে।
অন্যদিকে প্রথম স্থান অধিকার এ রয়েছে আরো দুজন তাদের নাম্বারও একি।
রিদ্ধিমান দে কোচবিহার, স্বপ্নদ্বীপ মন্ডল পূর্ব মেদিনীপুর।
তবে সুন্দরবনের এক গ্রাম্য এলাকার ছেলে অর্ঘ্যদীপের নাম্বারে খুশি এলাকার মানুষ, সকাল হতেই মার্কশিট পৌঁছে যায় বাড়িতে। এই সম্মানে সম্মানিত হবার পর ছেলেকে কাছে পেয়ে মিষ্টি খাইয়ে, তাকে আদর আশীর্বাদ করে বাড়ির বিভিন্ন লোকজন।
খবর পেয়ে এলাকার মানুষজন বারে বারে মিষ্টি ফুল নিয়ে দেখা করতে আসে অর্ঘ্যদীপের সঙ্গে।
তিন নাম্বার কম পেয়ে আশাহত অর্ঘ্যদীপ তার দাবি এই তিন নাম্বার কম পাওয়ার কথা ছিল না যাইহোক আগামী দিনে লড়াই জারি থাকবে।