তৃণমূলের যোগদিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খার স্ত্রী সুজাতা

নতুন গতি ওয়েব ডেস্ক: ত্মুুু  তৃণমূলে যোগদান সুজাতার। তৃণমূলে যোগ দিয়ে সাফ জানালেন বিজেপি সাংসদ  সৌমিত্র খাঁ-র স্ত্রী ” ‘বিজেপিতে সম্মান-মর্যাদা নেই, প্রিয় নেত্রীর নেতৃত্বে কাজ করতে চাই, সৌমিত্রর শুভবুদ্ধি হলে তিনিও ফিরবেন তৃণমূলে’।