ব্যবসায়ীর মৃত্যু রাজনগরে, কাঠ ব্যবসায়ী সমিতির তরফে শেষ শ্রদ্ধা জানানো হল

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরের খিন্নিতলার কাঠ ব্যবসায়ী তথা সমাজকর্মী হাজী সেখ নুরে ইসলাম ওরফে সেখ মোলাম শুক্রবার বিকেল চারটে নাগাদ ৬৮ বছর বয়সে প্রয়াত হন। বেশ কিছুদিন ধরে তিনি রোগে ভুগছিলেন। শুক্রবার বিকেলে তিনি প্রয়াত হন। শনিবার সকালে রাজনগর ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমিতির সদস্য তথা সমাজকর্মী প্রয়াত সেখ মোলামকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। হাজী সেখ মোলাম রাজনগর মাদ্রাসা ও রাহে ইসলাম কমিটির সাথে ওতপ্রতোভাবে যুক্ত ছিলেন। এলাকায় বিশিষ্ঠ ব্যবসায়ী তথা সমাজকর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি। হাজী সেখ মোলামের প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন সভাপতি গদাধর প্রসাদ লালা, বর্তমান সভাপতি সেখ নিজাম, সম্পাদক সেখ নাজু সহ সজল গড়াই, জিকরিয়া আলম, সেখ মানিক, সেখ সেলিম, সেখ মন্টু সহ অন্যান্যরা।