|
---|
লুতুব আলি, নতুন গতি : কোচবিহারে অনুষ্ঠিত হলো আহ্বান পত্রিকার সাহিত্য বাসর। কোচবিহারের আহ্বান পত্রিকার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো বর্ণময় সাহিত্য বাসর। কোচবিহার রাজবাড়ির সন্নিকটে পঞ্চানন ভবনে আয়োজিত এই সাহিত্য অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অনুষ্ঠানে নান্দনিক সূচনা পর্বে স্বাগত ভাষণ দেন পত্রিকার সম্পাদিকা শশীবালা বর্মন অধিকারী। এই সাহিত্য বাসরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার বিদ্যালয় পরিদর্শক সমর কুমার মন্ডল, প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, বাঙালি বিশ্বকোষের মুখ্য ব্যবস্থাপক ও বিশিষ্ট শিশু সাহিত্যিক আব্দুল করিম, কোচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাধব অধিকারী, মেখলিগঞ্জ কলেজের অধ্যাপক ভগিরথ দাস, নেপালের বাঙালি কবি দেবব্রত চাকি, কবি সৈয়দা বেগম, কবি দীপ্তি মুখার্জি, সুখ কবি সুশান্ত কুমার মন্ডল, ত্রিপুরার কবি অভিক কুমার দে, আসামের কবি লক্ষী বসাক প্রমুখ। প্রায় ১৬ টি জেলার নেপাল, ভুটান, ত্রিপুরা, আসামসহ বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিক লেখক শিল্পীদের উজ্জ্বল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের উপস্থিত বক্তারা সকলেই উত্তরের আহ্বান পত্রিকার সম্পাদিকা শশী বালা বর্মন অধিকারীর ভুয়সী প্রশংসা করেন। রাজবংশী পরিবারের জন্মগ্রহণ করেন সচিবালা বর্মন অধিকারী তাঁর কৃতিত্ব এবং দক্ষতার সকলেরই প্রশংসায় পঞ্চমুখ। এই সাহিত্য বাসরে ৫ শতাধিক মানুষ উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানে কবিতা পাঠ, গান, বক্তব্য এবং আবৃত্তি পরিবেশিত হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।