ডাক্তার মহেন্দ্রলাল সরকারের ১৯২ তম জন্ম জয়ন্তী পালন কলকাতায়

    আসাদ আলী, নতুন গতিঃ অতি সম্প্রতি ডাক্তার মহেন্দ্র লাল সরকারের ১৯২ তম জন্ম জয়ন্তী পালন করা হলো ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় ‘হোমিও মেডিকেল ক্লাব, ওয়েস্টবেঙ্গল’ এর আহ্বান ও পরিচালনায় সংস্থার লাইব্রেরী ভবনে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পতাকা উত্তোলন করেন সভাপতি ডাক্তার বিশ্বনাথ সি মহাশয়। প্রদীপ প্রজ্জ্বলন ও প্রতিকৃতিতে মাল্যদান করেন সম্পাদক ডাক্তার দেবি প্রসাদ পাল মহাশয়। অন্যান্য ডাক্তার বাবুগন মালা এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানটি দুটি পর্যায়ে বিভক্ত ছিল। প্রথম পর্যায়ে- ডাক্তার মহেন্দ্রলাল সরকারের জীবন ও তাঁর কর্ম প্রণালী নিয়ে আলোচনা। সেখানে আলোচনা করেন ডাক্তার জহর পাল ও ডাক্তার মনোরঞ্জন দেয়াশী। দ্বিতীয় পর্যায়ে- ‘শীতে ঠান্ডা লাগা ও সর্দি কাশি হওয়া ও তার নিরাময়’ নিয়ে আলোচনা করেন ডাক্তার দেবাঞ্জন শাসমল, ডাক্তার দ্বিজ দাশ আস, ডাক্তার নীলকমল বর্মন, ডাক্তার দেবী প্রসাদ পাল মহাশয়। সহযোগিতায় ছিলেন ডাক্তার আলী আকবর, ডাক্তার অমিত দত্ত, ডাক্তার সুজিত দোলুই, ডাক্তার সুদর্শন সামন্ত, ডাক্তার মলয় দাস, ডাক্তার মৃণাল কান্তি দাস প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সভাপতি ডাক্তার বিশ্বনাথ সি মহাশয়। দূরদূরান্তের জেলাগুলি থেকে বহু গুণী চিকিৎসক এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    #####################################

    —- আসাদ আলী।
    মোঃ ৯১২৩৬৮৯৬১৫.
    কলকাতা-৭০০১৩৫.

    ## নিউজ- নতুন গতি র সৌজন্যে।