| |
|---|
নিজস্ব প্রতিনিধিঃ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ধনিয়াখালি এলাকার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক দিবস পালিত হল ৪ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ৬ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত। ৪ঠা সেপ্টেম্বর শিবাইচন্ডী আরোহন ইংলিশ একাডেমিতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত হয়, বক্তব্য রাখেন একাডেমীর সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়, কার্যকরী সভাপতি নৌশাদ মল্লিক ও বিভিন্ন শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
ধনিয়াখালি পঙ্কজিনী বালিকা বিদ্যালয়ে ৪ঠা সেপ্টেম্বর ধনিয়াখালি লায়ন্স ক্লাবের সহযোগিতায় বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি দীপক শিকলী, প্রাক্তন সভাপতি শুভাশিস মুখার্জি, সোমনাথ চক্রবর্তী, সাংবাদিক নৌশাদ মল্লিক।৬ই সেপ্টেম্বর শনিবার রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়র হাই মাদ্রাসায় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা নানা অনুষ্ঠান করেন। সংগীত ও কবিতা, নৃত্য পরিবেশন করে মাদ্রাসার ছাত্রীরা ও স্থানীয় সমাজসেবী রাজেকা মল্লিক। শিক্ষক ও ছাত্রছাত্রীদের সামনে মনোজ্ঞ বক্তব্য রাখেন মাদ্রাসার সম্পাদক নৌশাদ মল্লিক।


