ছাত্র বিক্ষোভে উত্তাল রায়দিঘী কলেজ প্রাঙ্গণ, পড়ল বোমা।

নবাব মল্লিক,রায়দিঘী :ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চলা আন্দোলনে দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘী কলেজ প্রাঙ্গন ছাত্র আন্দোলনের বেলাগাম রূপ দেখল আজ।কলেজ খুলতেই ছাত্ররা আন্দোলনে নামে ,প্রথমেই তারা অধ্যক্য শশবিন্দু জানাকে ঘেরাও করে ,বেলা বাড়ার  সাথে সাথে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে , কলেজ প্রাঙ্গণে পড়ে বোমা । ঘটনার খবর পেয়ে রায়দিঘী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ছাত্রদের অবরোধের মুখে পুলিশ গেটের মধ্যে প্রবেশ করতে পারে নি ।

    ঘটনার সূত্রপাত কলেজের ফর্ম ফিল আপকে ঘিরে । কলকাতা ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ ফি তিনশত পঞ্চান্ন টাকা হলেও কলেজ কর্তৃপক্ষ পাঁচশত টাকা দাবি করে । এই ঘটনা ছাড়াও নবীন বরণ এর সুনির্দিষ্ট দিন জানানোর দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ আন্দোলনে নামে । আন্দোলনের নেতৃত্ব দেন ব্লক টিএমসিপি ছাত্র পরিষদের সভাপতি অর্ধেন্দু মন্ডল । তবে বোমাবাজির ঘটনার কথা সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে তৃণমূল ছাত্রযুব নেতা উদয় হালদার ।

    সন্ধ্যা নাগাদ ও এই অবরোধ চলতে থাকে, পরে অধ্যক্ষ ছাত্রদের সব দাওয়া মেনে নেওয়ায় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট নাগাদ অবরোধ উঠে যায় । বোমাবাজির ঘটনার কথা স্বীকার করেছে রায়দিঘী থানার অধ্যক্ষ । দুষ্কৃতীদের কাউকে এখনো চিহ্নিত করতে পারে নি পুলিশ ।