আজ চুয়াল্লিশ বিধানসভার ভোট

 

    বাবলু হাসান লস্কর , নতুন গতি,দক্ষিন চব্বিশ পরগনা:
    দশ ই এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভার চতুর্থ দফার ভোট, বিশাল নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ভোট 44 টি কেন্দ্রের মধ্যে এই মুহূর্তের নজরকাড়া কেন্দ্র “ভাঙ্গর” আর সেখানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তৃণমূল কংগ্রেস পার্থী ডাক্তার রেজাউল করিম অপরদিকে সংযুক্ত মোর্চার প্রার্থী নওশাদ সিদ্দিকী। কয়েকদিন আগে ISF পার্থী সিদ্দিকি কে আক্রমণ করার প্রতিবাদে বিক্ষোভ ও অবরোধ করেছিলেন কর্মীরা । সাথে সাথে সংযুক্ত মোর্চা ও তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপক সংঘর্ষ । আর এই কেন্দ্রের দিকে তাকিয়ে আছে সমস্ত এলাকাবাসী যে কোনো মুহূর্তে ঘটনা ঘটতে পারে। এই উৎকণ্ঠার মধ্যে মানুষের নাভিশ্বাস। দেখে নেয়া যাক এক নজরে আজকের 44 টি কেন্দ্র মেকলিগঞ্জ,ব্রেকিং গ্রাউন্ড, কোচবিহার উত্তর,কোচবিহার দক্ষিণ,সিটালকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রাম,কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, সোনারপুর দক্ষিণ, ভাঙ্গর, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ,বেহালা পূর্ব,বেহালা পশ্চিম,মহেশতলা, বজ বজ, মেটিয়াবুরুজ, বালি, হাওড়া উত্তর, শিবপুর,হাওড়া কেন্দ্রীয়, হাওড়া দক্ষিণ সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব,ডোমজুড়, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া,বলাগড়, পান্ডুয়া সপ্তগ্রাম, চন্ডীতলা