| |
|---|
শেখ সিরাজ : ২৪ শে ডিসেম্বর বুধবার হুগলির ধনিয়াখালি নতুন বাসস্ট্যান্ডে সুর সপ্তক মিউজিক সোসাইটির উদ্যোগে সারা রাত্রিব্যাপী এক মনোজ্ঞ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান হয়ে গেল। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানটি শুভ সূচনা করেন এলাকার বিশিষ্ট সংগীত শিল্পী অসীম কুমার দাস। স্বনামধন্য সেতার শিল্পী সুশান্ত চৌধুরী, তবলায় কুমুদ রঞ্জন সাঁতরা এক কথায় অনবদ্য। ঠুমরি দাদরা পরিবেশনায় ছিলেন মধুমিতা চট্টোপাধ্যায়। হারমোনিয়ামে প্রদীপ পালিত, তবলা সঙ্গতে কুমুদ রঞ্জন সাঁতরা। তবলা লহরায় পদ্মশ্রী প্রাপ্ত শিল্পী পণ্ডিত স্বপন চৌধুরী সমস্ত শ্রোতা ও দর্শকদের মন জয় করেন। তার তবলা বাদন সমস্ত মানুষকে মুগ্ধ করেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করে সৃজনী বসু রায়। এই মনোজ্ঞ সংগীত অনুষ্ঠানকে প্রখ্যাত তবলা বাদক পার্থ মল্লিক, কাশীনাথ সামন্ত, চঞ্চল বসু রায়ের নাম বিশেষ উল্লেখযোগ্য। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও নাট্য ব্যক্তিত্ব নওশাদ মল্লিক, সাংবাদিক ও কবি শেখ সিরাজ, ধনিয়াখালি মেলার সম্পাদক পার্থ দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন অমিত ভট্টাচার্য ও কাকলি পাল সরকার। এই উচ্চাঙ্গ সঙ্গীত কে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়।


