|
---|
মথুরাপুর : নুরউদ্দিন,সংবিধান প্রণেতা তথা ভারতবর্ষের গর্ব ড: বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে লোকসভায় কুরুচিকর মন্তব্য করেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটা যেমন সারা বিশ্বজুড়ে এটা সমালোচিত হয়েছে। তেমনি সারা দেশে জুড়ে এটা ঘৃণিত হয়েছে। পাশাপাশি এই কু রুচিকর মন্তব্যের প্রতিবাদে রাজ্যজুড়েও প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের অন্যতম শাসকদল তথা তৃণমূল কংগ্রেস। এরই প্রতিবাদে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে প্রতিবাদ ও ধিক্কার সভার ডাক দেওয়া হয়েছে। তার অঙ্গ হিসেবে মথুরাপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আজ বিকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকের লক্ষ্মীনারায়নপুর দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের ঘোড়াদল হাটে প্রতিবাদ ও ধিক্কার সভা করা হয়। সেই সভায় প্রধান বক্তা ছিলেন মথুরাপুরের লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য কেয়া মন্ডল, মথুরাপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানবেন্দ্র হালদার, সহ-সভাপতি আলাউদ্দিন খাঁ, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজু পুরকাইত, ব্লকের মহিলা নেত্রী কাকলি কয়াল, কর্মাধ্যক্ষ মুনমুন দাস, লক্ষ্মীনারায়নপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল গায়েন সহ অন্যান্যরা। এদিনের প্রতিবাদ ও ধিক্কার সভা মঞ্চ থেকে সাংসদ বাপি হালদার বলেন, পবিত্র লোকসভায় দাঁড়িয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর সম্পর্কে যে কু রুচিকর মন্তব্য করেছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। যে ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছে তা সংবিধানের ওপর আঘাত করা হয়েছে। সমস্ত সম্প্রদায়ের মানুষ এর প্রতিবাদ জানিয়ে মাঠে নেমেছে। মিটিং মিছিল ও প্রতিবাদ সবার মধ্য দিয়ে আমরা এইটুকু জানাতে চাই ভারতবর্ষের সংবিধান বিজেপির জমিদারিত্ব নয়। সংবিধান প্রণেতাকে যে ভাষায় অপমান করা হয়েছে, এইরকম নক্কারজনক কাজ আর হতে পারে না। অবিলম্বে এই দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা উচিত। আর নরেন্দ্র মোদী যদি বিচক্ষণশীল প্রধানমন্ত্রী হয়ে থাকেন তিনি এর বিহিত করে তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া।