| |
|---|
নবাব মল্লিক, রায়দিঘি: রায়দিঘীতে ডাকাতদের তাড়া করে ধরল স্থানীয় জণগণরা। রায়দিঘীতে মুদিখানা দোকানদার বিষ্ণুপদ দাস দোকান বন্ধ করে বৌদি সবিতা দাসের সঙ্গে বাড়ি ফিরছিলেন। কাছারী মোড়ে বাড়িতে ঢোকার পূর্ব মুহূর্তে ডাকাতদের একটি দল তাদের উপর অতর্কিতে হামলা চালায়। নগদ তিনলাখ টাকা কিছু গয়না নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাধা দেয় বিষ্ণুপদ দাস। বাধাপ্রাপ্ত হয়ে দুষ্কৃতিরা ধারালো অস্ত্র নিয়ে দুজনকে এলোপাথাড়ি কোপাতে থাকে। তাদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। এরপর দুষ্কৃতিরা পালানোর চেষ্টা করলে উন্মত্ত জণগণ তাদেরকে ঘিরে ধরে গণপ্রহার করে। আহত ব্যবসায়ী ও তার বৌদিকে ডায়মন্ডহারবার হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে।


