দুদিন ব্যাপী চ্যাম্পিয়ন কাপ ক্রিকেট অনুষ্ঠিত হলো নবাবপুর ফুটবল এসোসিয়েশন মাঠে।

সেখ আব্দুল আজিম (চন্ডীতলা) ১৯ ২০ শে জানুয়ারি ২০২৫ দুদিন ব্যাপী চ্যাম্পিয়ন কাপ ক্রিকেট অনুষ্ঠিত হলো নবাবপুর ফুটবল এসোসিয়েশন মাঠে। পরিচালনায় নবাবপুর সমাজ কল্যাণ সমিতি। উক্ত ক্রিকেট খেলায় ৮ থেকে ৮০ বছরের ক্রীড়া প্রেমীদের উৎসাহ লক্ষ্য করা যায় দু দিনব্যাপী। ফাইনালে লাখনাউ একাদশ ভার্সেস পশ্চিম পাড়া ক্রিকেট একাদশে ক্রিকেট খেলায় জয়ী হয় লাখনাউ একাদশ। ম্যাড অফ দা সিরিজ আব্বু সালাম এবং ম্যান অফ দ্যা ম্যাচ রাজিবুল উভয় দুজনেই লখনউ একাদশের ক্রিকেটার। প্রসঙ্গত দুদিনের খেলায় উপস্থিত ছিলেন চন্ডীতলা ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ক্রীড়া প্রেমী সেখ মোশারফ সাহেব এছাড়া নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক সাহেব এছাড়া সেসরাফ মোল্লা আসমাউল মোল্লাও নবাবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আনিসুর রহমান লস্কর ছাড়াও গুড়গুড়ি পোতা সমাজ কল্যাণ সমিতির অন্যতম কর্ণধার আসিফ ইকবাল মল্লিক ওরফে মুন্না ছাড়াও শারিয়া নার্সিং হোমের কর্ণধার পরিচিত নাম রানী এছাড়াও এলাকার বিশিষ্ট গুণীজনরা মঞ্চে বসে খেলা উপভোগ করলেন। প্রসঙ্গত গুড়গুড়ি পোতা সমাজকল্যাণ সমিতির ভুয়াসী প্রশংসা করেন সকলেই । মঞ্চে উপস্থিত সকলকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করা হয়। চিপ গেস্ট সন্তোষ ট্রফি জয়ী ইসরাফিল দেওয়ান এবং তার আব্বাজী মঞ্চে উপস্থিত ছিলেন। অসংখ্য ক্রীড়া প্রেমীদের বলতে শোনা যায়, গুড়গুড়ি পোতা সমাজ কল্যাণ সমাজ কল্যাণ সমিতি যেভাবে মাঠকে সাজিয়েছেন এবং শৃঙ্খলা ভাবে খেলা সমাপ্ত করিয়েছেন সকলে ভীষণ আপ্লুত। আগামীতে ক্রিকেট এবং ফুটবল খেলার বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবে জানালেন চন্ডীতলা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সেখ মোশারফ সাহেব এবং নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক।