|
---|
লুতুব আলি, নতুন গতি : দুর্গোৎসব উপলক্ষে সোদপুর বিজয়পুরে বর্ণময় চিত্রকর্মশালা। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে উত্তর ২৪ পরগনার সোদপুর, বিজয়পুরে বর্ণময় চিত্র কর্মশালা অনুষ্ঠিত হল। বিজয়পুর টাউন ক্লাবের পরিচালনায়, বিজয়পুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এই মহতী চিত্র-কর্মশালার আয়োজন করেছিল। এই অংকন প্রতিযোগিতায় সোদপুর, বিজয়পুর ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এই অংকন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী গোপাল চন্দ্র নস্কর, সুদীপ্ত ভট্টাচার্য, কুন্তল গুপ্ত, রাজু দাস, পূর্ণেন্দু বিকাশ মণ্ডল, জেমস স্টিফেন রাও, নীলত্পল শীল, বিমল সানি, গোবিন্দ দে, তুহিন রক্ষিত, মৃত্যুঞ্জয়, কুন্তল গুপ্ত, রাজু রায়, সুমন চক্রবর্তী, দীপঙ্কর সমাদ্দার প্রমুখ। বিজয়পুর টাউন ক্লাবের পক্ষ থেকে কৌশিক সেনগুপ্ত জানান, এবারে তাদের ৭৫ বছরের দুর্গোৎসব ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক ক্রিয়া কর্ম থেকে শুরু করে আরও অনেক কিছু অপেক্ষা করছে এলাকাবাসীদের জন্য। এবারের পূজোর থিম অন্যান্য বাড়ির থেকেও মানুষকে অনেক বেশি আনন্দ দেবে। এই চিত্রকর্মশালায় প্রত্যেকটি চিত্রশিল্পী অসাধারণ চিত্রকর্ম তাদের ক্যানভাস রাঙিয়ে তুলেছে। বেশিরভাগ শিল্পীরা, মা দুর্গার বিভিন্ন রূপ তাদের রং তুলিতে ফুটিয়ে তুলেছেন চিত্রকর্মশালা ও অংকন প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন সোদপুরের খ্যাতনামা চিত্রশিল্পীর ঋষিকেশ রায়। ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক শিল্পীদের সম্মানিত করেন ক্লাবের দায়িত্বে থাকা সদস্য, সদস্যারা। বিশিষ্ট চিত্রশিল্পী দীপঙ্কর সমাদ্দার বলেন আসন্ন দুর্গোৎসবকে ঘিরে বর্ণময় চিত্রকর্মশালা সকলের মনকে স্পর্শ করেছে।