|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : গরমকালে রক্তের সঙ্কট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো নবগঠিত সংগঠন সংকল্প স্বেচ্ছাসেবী সংগঠন। মুর্শিদাবাদের সাগরদিঘী বোখারা সম্ভুনাথ মেমোরিয়াল কলেজে আয়োজিত এদিনের রক্ত দান শিবিরে মোট রক্ত দাতার সংখ্যা ছিল ৬০ জন তাদের মধ্যে মহিলা রক্তদাতার সংখ্যা ছিল ১৫জন। যেমন সাহিনা বিবি, মাইয়া ফুলমালি, জুবেদা বানু, আনজু মনেরা বিবি, সিরিবা বিবি,আবিদা সুলতানা প্ৰমুখরা রক্তদান করেন। এদিনের শিবির থেকে প্রত্যেক রক্তদাতাকে বিশেষ উপহার এবং একটি করে গাছ দেওয়া হয়, পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবীদের সংবর্ধিত করা হয়। সংকল্প স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি অলক চ্যাটার্জী জানান বিভিন্ন পত্র-পত্রিকা এবং দূরদর্শনের মাধ্যমে আমরা জানতে পেরেছি বিভিন্ন হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক গুলোতে রক্তের সঙ্কট দেখা দিয়েছে সুতরাং রক্তদান শিবিরই একমাত্র মেটাতে পারে এই সঙ্কট তাই আমারা এই উদ্যোগ গ্রহণ করেছি। শিবিরে উপস্থিত ছিলেন সাগরদিঘীর সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুরজিৎ চ্যাটার্জী, বিশিষ্ট অভিনেতা রবীন দত্ত, প্রধান শিক্ষক তমিজ উদ্দিন মন্ডল, কালী নারায়ণ সিনহা,পরিতোষ বন্দ্যোপাধ্যায়, সবুজ বার্তা সংবাদ পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ, সন্দীপ ফুল মালী প্ৰমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাপ্পা দাস।