রতুয়ায় সকাল হতেই গ্রামবাসীরা দেখে নদীতে ভাসছে মরা মাছ

রতুয়ায় সকাল হতেই গ্রামবাসীরা দেখে নদীতে ভাসছে মরা মাছ

     

     

    নতুন গতি প্রতিবেদক : সকাল হতেই গ্রামবাসীরা দেখে নদীতে ভাসছে মরা মাছ হাজার হাজার মাছ৷ খবর পেতে পুকুরপাড়ে গ্রামবাসীদের ভিড় জমে পড়ে৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া ১ ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতে আইলপারা এলাকায় থাকা পেট্রোল পাম্পের পাশে৷ এই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েছেন ওই পুকুরে মাছ চাষ করা মৎস্যজীবীরা৷ পঞ্চায়েতের কাছে তাঁরা ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন৷ এই অবস্থায় মৎস্যজীবীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান৷ বেশ বড় পুকুরটি রতুয়া গ্রাম পঞ্চায়েতের৷ টেন্ডারের মাধ্যমে সেই পুকুরের দায়িত্ব নিয়েছিলেন এলাকার কিছু মৎস্যজীবী৷ পুকুরে তাঁরা ছ’লাখ টাকার মাছের পোনা ছেড়েছিলেন৷ সেই পোনা কিছুটা বড়ও হয়েছে৷ আজ সকালে পুকুরে সমস্ত মাছ ভেসে উঠতে দেখেন এলাকার মানুষজন৷ পুকুরের জোগানদার মহম্মদ কাবাতুল্লা বলেন, এই পুকুরে প্রায় ছ’লাখ টাকার পোনা ছাড়া হয়েছিল৷ গতকাল বিকেলেই পুকুরের জলে বিষের গন্ধ পাই৷ কেউ বা কারা পুকুরে বিষ মিশিয়ে দিয়েছে৷ জলে বিষের গন্ধ পেয়ে আমি সবাইকে বিষয়টি জানাই৷ জলে ভালো তেল ঢেলে মাছ বাঁচানোর চেষ্টা করা হয়৷ কিন্তু সেই চেষ্টা সফল হয়নি৷ আজ সকালে পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে৷ পঞ্চায়েতের কাছে আমাদের আবেদন, এই পরিস্থিতিতে আমাদের কিছুটা সহায়তা করা হোক।